প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ০০:০০
পাইকপাড়া দক্ষিণ ইউপির সদস্য নির্বাচিত হলেন যারা
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে নির্বাচিত হলেন : সংরক্ষিত ১নং ওয়ার্ডে রাশিদা বেগম (প্রাপ্ত ভোট ২৪১৩), ২নং ওয়ার্ডে জাহানারা বেগম (প্রাপ্ত ভোট ১৬৩৯) ও ৩নং ওয়ার্ডে শাহানারা বেগম (প্রাপ্ত ভোট ১৩৪৯); সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ড গাজীপুরে মাইন উদ্দিন পাটওয়ারী (প্রতীক ফুটবল), ২নং ওয়ার্ড খুরুমখালী ও ভঙ্গেরগাঁওয়ে শরীফ হোসেন (প্রতীক ফুটবল), ৩নং ওয়ার্ড কড়ৈতলী উত্তরে সেলিম জিতু (প্রতীক তালা), ৪নং ওয়ার্ড কড়ৈতলী দক্ষিণে মোমিনুল ইসলাম সুমন (প্রতীক তালা), ৫নং ওয়ার্ড সাহাপুরে এমরান হোসেন তালুকদার (প্রতীক ফুটবল), ৬নং ওয়ার্ড রামদাসেরবাগ ও ইছাপুর চৌমুখায় নূরুল ইসলাম (প্রতীক ফুটবল), ৭নং ওয়ার্ড দায়চারায় আসাদুজ্জামান আমরুল (প্রতীক টিউবওয়েল), ৮নং ওয়ার্ড বালিচাটিয়া ও দক্ষিণ নদোনায় কামাল হোসেন (প্রতীক আপেল) ও ৯নং ওয়ার্ড কবি রূপসা ও জামালপুরে আঃ খালেক পাটওয়ারী (প্রতীক টিউবঅয়েল)।