শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ১৯:৩০

হাজীগঞ্জে দ্বাদশ গ্রামে ইভিএম এ শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ

হাজীগঞ্জে দ্বাদশ গ্রামে ইভিএম এ শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত উক্ত নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। ইউনিয়নের ৯ টি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের ছেয়ে নারী ভোটার উপস্থিতি ছিলো চোখে লাগার মতো। নিরাপত্তা বাহিনীর নিরবিচ্ছিন্ন দাযিত্ব পালনের কারনে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।

সরজমিনে পুরো নির্বাচনি এলাকা ঘুরে দেখা গেছে প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ লাইনের ছেয়ে নারী ভোটারের লাইন ছিলে্া অনেক লম্বা। নারী ভোটারের লাইন লম্বা হওয়ার মূল কারন হচছে ইভিএম পদ্ধ্ত্তি। নারী ভোটাররা ইভিএম পদ্ধত্তিতে ভোট দিতে কিছুটা না জানার কারনে প্রতিটি ভোট কেন্দ্রে নারী ভোটারদের বিরক্ত হতে দেখা গেছে।

তিন জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে র্যার, পুলিশ, বিজিবি, আনসার,পুলিশ বাহিনীর টিম আইনশৃঙ্খলা কাজে দায়িত্ব পালন ছিলো চোখে লাগার মতো। ১০ হাজার ৯’শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ দিন সকাল সাড়ে ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১২ জন নারী সদস্য ও সাধারন সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৩৩ জন প্রার্থীসহ মোট ৫১ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মতাসীন আওয়ামী লীগের ১ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ২ জন, বিএনপির ২ জনসহ মোট ৫ স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান জানান, সকলের সহযোগিতার কারনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ১৫ মে ব্যালট পেপারের মাধ্যমে দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী হয়ে ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বকাউল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়