শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ০০:০০

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি উপজেলার মেহের কালীবাড়ি ও সূচীপাড়া বাজারে ৪টি ফার্মেসীতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। ৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশীদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ওইদিন বিকেলে ম্যাজিস্ট্রেটদ্বয় চাঁদপুরের ড্রাগ সুপার মৌসুমি আক্তারকে সাথে নিয়ে উপজেলার মেহের কালীবাড়ি ও সূচীপাড়া বাজারে ৪টি ফার্মেসীতে অভিযান চালান। ওই সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিপণনসহ ওষুধ আইনের বিভিন্ন ধারায় অপরাধ সংঘটনের দায়ে মেহের কালীবাড়ির প্রেসক্রিপশন সেন্টারকে ১০ হাজার, সূচীপাড়া বাজারে আসিফ ওষুধ বিতানকে ১৫ হাজার, মেডিসিন এন্ড ডক্টরসকে ১০ হাজার ও আল-আমিন ফার্মেসীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। এছাড়া সূচীপাড়া বাজারে একটি হোটেলকে ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও ওষুধ আইনের বিভিন্ন ধারার অপরাধ সংঘটনের দায়ে এ দণ্ড দেয়া হয়েছে বলে জানান। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়