শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২, ০০:০০

১৭ নভেম্বর চাঁদপুর আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ॥ ভোটার ৩৯০
আদালত প্রতিবেদক ॥

আগামী ১৭ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন-২০২২। এ নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯০ জন। চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় ওইদিন বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী গত ৬ নভেম্বর ছিলো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ /আপত্তি দাখিল /আপত্তি শুনানি। আগামীকাল ৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিল।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১০ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই/ আপত্তি দাখিল /আপত্তি শুনানি ও মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করবে।

প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ ও সহকারী নির্বাচন কমিশনার হচ্ছেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন।

নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন সহকারী নির্বাচন কমিশনার সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ মাইনুল আহছান, জুনিয়র সহ-সভাপতি এএনএম মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ গোলাম কাউছার শামীম, রিটার্নিং অফিসার চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ মোঃ সাফায়েত হোসেন তালুকদার, সহকারী রিটার্নিং অফিসার সম্পাদক রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ মাসুদ রানা, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি কমিটির সদস্য অ্যাডঃ মোঃ আবু কাউছার, অ্যাডঃ শাখাওয়াত হোসেন মজুমদার ও অ্যাডঃ মোসাঃ তাছলিমা আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়