প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলু হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে আটকের কথা স্বীকার করেছেন থানার ওসি মোঃ মহিউদ্দিন। গত ১ নভেম্বর দিনগত রাতে কে বা কারা সলিমুল্লাহ লাভলুকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরদিন ২ নভেম্বর ভোরে জাহাঙ্গীর আলম নামে এক ভ্যানচালক লাশ দেখে ডাকচিৎকার দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এদিকে গত ২ নভেম্বর নিহত সলিমুল্লাহ লাভলুর ভাই আহসান হাবীব বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামী মোঃ মাইনুদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মাইনুদ্দিন সলিমুল্লাহ লাভলুর ব্যবসায়িক অংশীদার। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, মাইনুদ্দিন নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।