প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০
বাতেন তালুকদার (৫৫) নামে চাঁদপুর জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। ৩ নভেম্বর সকাল ৬টা ৪১ মিনিটে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মারা যান। তিনি ফরিদগঞ্জ ৯নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ শোভান গ্রামের বাসিন্দা। তার পিতার নাম চাঁন মিয়া তালুকদার। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ আসিবুল আহসান আসিব হাজতি বাতেন তালুকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরএমও জানান, হাজতি বাতেন তালুকদার আগে থেকেই হার্টের রোগী ছিলেন। এদিন সকাল ৬টা ৩৫ মিনিটে মুমূর্ষু অবস্থায় কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
মরদেহের সঙ্গে থাকা জেলা কারাগার হাসপাতালের কারারক্ষী রাসেল আহমেদ জানান, ডিবি পুলিশের মাদক মামলার আসামী হিসেবে বাতেন তালুকদার হাজতে ছিলেন। বৃহস্পতিবার ভোর বেলায় বাতেন হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্যে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্রে জানা যায়, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেল সুপারের সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, বাতেন গত ২৪ অক্টোবর মাদক মামলায় আটক হয়ে কারাগারে আসেন। বৃহস্পতিবার ভোর বেলা তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার এক ঘণ্টার মাথায় ৬টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।