প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২, ০০:০০
হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকা হতে ১৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
বুধবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের টোরাগড় এলাকায় চাঁদপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১৬কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।
আটককৃত যুবক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাসা ইউনিয়নের আদর্শ গ্রামের হিরো মিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম (২১)।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।