প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২, ০০:০০
১ নভেম্বর শাহরাস্তিতে উপজেলা যুবদলের দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়েরর পর গ্রেফতার হওয়া ৮ নেতা-কর্মীকে জামিন দিয়েছে আদালত। ২ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জামিন আবেদন করা হলে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। চাঁদপুর বারের আইনজীবী ইয়াছিন আরাফাত ইকরাম জানান, এ সময় মামলার অন্যতম আসামী অ্যাডঃ শাহেদুল হক মজুমদার সোহেল স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত তার জামিনও মঞ্জুর করেন। আসামীদের পক্ষে জামিন আবেদন করেন আসামী পক্ষের আইনজীবী কামাল হোসেন। গত ১ নভেম্বর শাহরাস্তি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল বাদী হয়ে ১ নভেম্বর শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শাহরাস্তি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে।
জামিন পাওয়া নেতা-কর্মীরা হলেন : পৌরসভার পূর্ব উপলতা গ্রামের মৃত বুজরত আলীর পুত্র আঃ ছাত্তার (৪৭), একই গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আলী হোসেন (৫০), সূয়াপাড়া পাটোয়ারী বাড়ির মৃত আঃ হাইয়ের পুত্র মোঃ শাহপরান (৩২), একই গ্রামের সেকান্দর আলী পাটওয়ারীর পুত্র মোঃ তাজুল ইসলাম (৪৩), পৌর এলাকার নোয়াগাঁও পশ্চিম পাড়া মুন্সি বাড়ির মৃত আঃ রশিদের পুত্র শরিফুদ্দিন প্রকাশ লিটন (৫০), সূয়াপাড়া বেলাজী বাড়ির মৃত আঃ বারেকের পুত্র মোঃ আমির হোসেন (৫০), মাইজের বাড়ির মৃত আবুল কাশেমের পুত্র মোঃ তৈয়ব আলী (৪৬) ও পশ্চিম মাইজের বাড়ির ইসমাইল হোসেনের পুত্র মোঃ খোকন মিয়া (৩০)।