প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২, ০০:০০
নিজ বাড়ির উঠোনে খেলতে গিয়ে নিখোঁজ হয় তিন বছরের ছোট শিশু মোবাশে^রা। নিখোঁজের ঘন্টাখানেক পরে তাকে নিজ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে হাজীগঞ্জের ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের হরিপুর গ্রামের আখন বাড়িতে। শিশুটি ওই বাড়ির আবদুল মান্নানের মেয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির বাবা আবদুল মান্নান জানান, বাড়ির উঠোনে খেলতে গিয়ে মোবাশে^রা নিখোঁজ হয়। পরে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।