শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২, ০০:০০

আশা করছি, খুব শীঘ্রই চাঁদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন খান বাবুল বলেছেন, জেলা বিএনপির সম্মেলনের পর নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম ভাই জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিটকে নিয়ে একটি সভা করে সকলের মতামত নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তাবিত কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দিয়েছেন। চলমান রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের কারণে হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় দিতে না পারায় কমিটি ঘোষণায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আশা করছি, খুব শীঘ্রই চাঁদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

দৈনিক চাঁদপুর কণ্ঠকে দেয়া তার সাক্ষাৎকারে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নি¤েœ তার পূর্ণাঙ্গ সাক্ষাৎকার তুলে ধরা হলো :

চাঁদপুর কণ্ঠ : জেলা বিএনপির সম্মেলন হয়েছে কবে?

জসিম উদ্দিন খান বাবুল : চলতি বছরের ২ এপ্রিল চাঁদপুর সদর উপজেলার নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

চাঁদপুর কণ্ঠ : এ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে কবে নাগাদ?

জসিম উদ্দিন খান বাবুল : জেলা বিএনপির সম্মেলনের পর নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম ভাই জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিটকে নিয়ে একটি সভা করে সকলের মতামত নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তাবিত কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দিয়েছেন। চলমান রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের কারণে হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় দিতে না পারায় কমিটি ঘোষণায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আশা করছি, খুব শীঘ্রই চাঁদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

চাঁদপুর কণ্ঠ : বিএনপির কোনো শাখার সম্মেলন সম্পন্ন হবার কতোদিন পর পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটিতে পাঠাতে হয়? আর প্রেরিত কমিটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদন দিতে হয় কতোদিনে? এ বিষয়ে বিএনপির গঠনতন্ত্রে সুস্পষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা আছে কি?

জসিম উদ্দিন খান বাবুল : বিএনপির গঠনতন্ত্রে উল্লেখিত দুটি প্রশ্নের কোনো সময়সীমা বা গঠনতন্ত্রে এ ধরনের কোনো নির্দেশনা দেয়া নাই। তবে হ্যাঁ, রাজনৈতিক সংগঠনগুলো দলকে গতিশীল করতে সম্মেলনের পরপরই সংশ্লিষ্ট ইউনিটের ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে একটি প্রস্তাবিত কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হয়। এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সুবিধা মতো সময়ে সেই ইউনিট কমিটি অনুমোদন দেয়। আমার জানামতে, শুধু বিএনপি নয়, দেশের কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া নাই।

চাঁদপুর কণ্ঠ : আপনারা নানা ইস্যুতে ধারাবাহিক আন্দোলন করছেন। বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন না ঘোষণা দিয়ে কার্যত সরকার পতনের আন্দোলনই করছেন। আন্দোলনের সাফল্যের ব্যাপারে কতোটুকু আশাবাদী?

জসিম উদ্দিন খান বাবুল : রাতের ভোটে নির্বাচিত সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু থেকে চলে আসছে, যে সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারি না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্যে জনগণ আজ দিশেহারা। এ অবস্থায় জনস্বার্থে বিএনপি রাজপথে আন্দোলন করছে। আমাদের আন্দোলনের কারণে সরকার আমাদের ওপর দমন-নিপীড়ন চালিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এতে হাজার হাজার নেতা-কর্মীকে হাজতবাস করতে হচ্ছে। হাজারো নেতা-কর্মীকে গুম ও খুন করছে। এই অবস্থায় আমরা বিচার চেয়ে কোনো বিচার পাচ্ছি না। সরকার সকল স্থানে তাদের প্রভাব খাটিয়ে বিরোধী দলকে দমন করার পাঁয়তারা করছে। এই অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বে আমাদের এক দফা দাবি সরকারের পতন ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এই আন্দোলনে আমরা বিজয়ী হবো। আমাদের সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ।

চাঁদপুর কণ্ঠ : জেলা বিএনপির মধ্যে কোনো গ্রুপিং আছে বলে মনে করেন? উপজেলা পর্যায়ের কী অবস্থা? সারাদেশের সর্বত্র গ্রুপিং না মিটিয়ে আপনাদের আন্দোলনের সাফল্য কি পুরোপুরি আদায় করতে পারবেন?

জসিম উদ্দিন খান বাবুল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল এবং তিনবারের রাষ্ট্র পরিচালনাকারী দল। এই দলে একটি পদে একাধিক যোগ্য ব্যক্তি রয়েছে। যোগ্যতার ভিত্তিতে পদবীর জন্যে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। কিন্তু দলের বৃহৎ স্বার্থে চাঁদপুর জেলা বিএনপির কোনো গ্রুপিং নেই। বিএনপি এক ও ঐক্যবদ্ধ। খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়া আমাদের নেতা। আমরা জাতীয়তাবাদী দল-বিএনপির কর্মী। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। শুধু জেলায় নয়, চাঁদপুর জেলায় বিএনপির অধীনস্থ কোনো ইউনিটে কোনো ধরনের গ্রুপিং নেই। ফলে আমাদের আন্দোলনের কর্মসূচি জনসমুদ্রে পরিণত হচ্ছে। এটাই কি প্রমাণ করে না, বিএনপি এক ও ঐক্যবদ্ধ।

চাঁদপুর কণ্ঠ : সাম্প্রতিক সময়ে পুলিশ বিএনপির আন্দোলন ঠেকাতে আগের মতো রূঢ় নয় কেন?

জসিম উদ্দিন খান বাবুল : বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমরা আমাদের সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে আসছি। কিন্তু বার বার পুলিশ বাহিনীর অতর্কিত হামলা, সভা-সমাবেশে বাধা প্রদান, কোনো কিছু বুঝে ওঠার আগেই লাঠিচার্জসহ নানা নির্যাতন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বিভাগীয় সমাবেশগুলোতে সমাবেশের পূর্বে সকল যানবাহন পুলিশের নির্দেশনায় বন্ধ করে দেয়া হচ্ছে। পুলিশ নানা অজুহাতে প্রতিনিয়ত আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে। এক কথায় পুলিশ এখন রাষ্ট্র পরিচালনা করছে। এই অবস্থায় পুলিশ আমাদের সাথে সহনীয় আচরণ করছে-এমন কথা শুনে আমি সত্যি আশ্চর্য হলাম। মূল কথা হচ্ছে, এই কথাটি সঠিক নয়, বরং আগের যেকোনো সময়ের চেয়ে পুলিশের বর্তমান আচরণ আরো বেশি খারাপ।

চাঁদপুর কণ্ঠ : উপরোক্ত প্রশ্নমালার বাইরে আপনার কোনো বক্তব্য থাকলে উপস্থাপন করুন।

জসিম উদ্দিন খান বাবুল : বিএনপির আন্দোলন দেশ রক্ষার আন্দোলন। জনগণের ভোটাধিকার রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল ও গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এই অবৈধ সরকারের পতন আন্দোলন। আমরা নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্যে যুদ্ধে অবতীর্ণ আছি। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের আন্দোলন চলবে। শীঘ্রই আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে ফিরবে। আমরা এ সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার এই যুদ্ধের জন্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অতএব, এ যুদ্ধে বিজয় আমাদের অতি সন্নিকটে, বিজয় হবেই ইনশাআল্লাহ।

উল্লেখ্য, জসিম উদ্দিন খান বাবুলের পিতা মরহুম আঃ রশিদ খান ছিলেন তৎকালীন চাঁদপুর পৌর বিএনপির সহ-সভাপতি। তার পিতার রাজনৈতিক আদর্শকে লালন করে জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতিতে যোগদান করেন। জসিম উদ্দিন খান বাবুল চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ হামিদ মাস্টারের দিকনির্দেশনায় বিএনপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পৌর বিএনপি ও জেলা বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি জেলা বিএনপির পর পর দুবার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়