শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২, ০০:০০

পচা ও খাওয়ার অযোগ্য প্রায় ৫০০ কেজি ইলিশ জব্দ
মিজানুর রহমান ॥

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে পচা বাসি ইলিশ মাছের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ১ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

সুচিত্র রঞ্জন দাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাছঘাট হতে পচা ও খাওয়ার অযোগ্য প্রায় ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো বিক্রির জন্য বাজারে আনা হয়েছিল। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাছের মালিক পূর্বেই পালিয়ে যান। তাই প্রকাশ্যে একাধিকবার ঘোষণা করলেও কেউ মাছের মালিকানা দাবি করেননি।

জব্দকৃত মাছ পচা ও খাওয়ার অযোগ্য মর্মে উপস্থিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মত দেন। তাই বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত মাছ মাটিতে পুঁতে ফেলার রায় দেন। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর সদর থানার পুলিশ টিম, পুলিশ লাইন্সের পুলিশ সদস্য ও কোস্টগার্ডের উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

জনসেবায় মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস।

বিভিন্ন সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণের জন্য সাগর ও দেশের নদণ্ডনদীতে মাছ না ধরার জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। ওই সময় আইন অমান্য করে সাগর ও উপকূলের কিছু জেলে ইলিশ শিকার করে। নিষেধাজ্ঞা উঠে যাবার পর চুরি করে ধরা ওই এলাকার বাসি পচা ইলিশ বিক্রির জন্য চাঁদপুর মাছঘাটে নিয়ে আসে। গত ৩-৪ দিন যাবৎ বিভিন্ন আড়তে প্রচুর পচা ও বাসি ইলিশ বিক্রি হয়েছে। চাঁদপুর কণ্ঠসহ গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশনায় মঙ্গলবার চাঁদপুর মাছঘাটে বাসি ও পচা ইলিশের উপর অভিযান করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাবুল হাজীর আড়ৎ থেকে প্রায় ৫শ’ কেজি খাবার অযোগ্য পচা ইলিশ জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়