শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫৫

বৌবাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিজয়ীর কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
বৌবাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিজয়ীর কম্বল বিতরণ

চাঁদপুর শহরের পুরাণবাজারে নারীদের গড়ে তোলা বৌবাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টায় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে এ বছর ৬ষ্ঠ বারের মতো কম্বল বিতরণ করা হয়।

তানিয়া ইশতিয়াক খান বলেন, শীত সকলের জন্য সুখের হয় না। খেটে খাওয়া মানুষের জন্য বিশেষ করে এ বাজারে নারীরা সেই কাকডাকা ভোর থেকে তাদের পণ্য কেনা-বেচা করে। এ শীতে ওনার অনেক বেশি কষ্ট পায়। তাই আজকের আয়োজন বৌবাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য।

বিজয়ী শীতের শুরু থেকে পুরাণবাজারের বিভিন্ন মাদ্রাসা, মন্দিরে, পাড়া-মহল্লায় কম্বল বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় ৬ষ্ঠ বারের মতো আজকে এই বাজারের ব্যবসায়ীদের কম্বল বিতরণ করা হয়। গতকাল রাতে পুরাণবাজারের কমিউনিটি পুলিশের কর্মকর্তাদের কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য, অল্প খরচে প্রয়োজনীয় নিত্যপণ্য পাওয়ায় খেটে খাওয়া মানুষের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অস্থায়ী বাজারটি। এখানকার বেশির ভাগ ক্রেতা-বিক্রেতাই নারী হওয়ায় তা প্রতিষ্ঠা পেয়েছে ‘বৌবাজার’ নামে। এই বাজারের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে অসহায় শতাধিক নারীর। তাদের কষ্টার্জিত আয়ে ঘুরছে সংসারের চাকা। পাঁচ টাকার তরকারি বা মসলাসহ চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পারেন ক্রেতারা।

উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, বিজয়ীর ভলানটিয়ার বর্ষা আক্তার, মরিয়ম আক্তার, সূচনা আক্তার, নাসরিন আক্তার, জান্নাত আক্তার নিলি, রুবাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম স্বর্ণাসহ কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়