শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ২০:৩৮

শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোর্ডিং (ছাত্রাবাস)-এর ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) দুপুর ১২টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা এডহক কমিটির দাতা সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি জেলা প্রশাসক মহোদয় ও সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তাঁরা মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্রদের জন্যে কম্বল বরাদ্দ দিয়েছেন। তোমরা এ কম্বলটি ব্যবহার করবে, যাতে তোমরা শীতে কষ্ট না পাও। তোমাদের মাদরাসার সুনাম ধরে রাখতে হবে। এটি একটি ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। আগামীতে মাদরাসার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে উন্নয়ন কাজ বাস্তবায়ন করবো।

তিনি বলেন, মাদরাসার লেখাপড়ার মান বাড়াতে হবে। শতভাগ ক্লাসে উপস্থিত হতে হবে। অত্র মাদরাসার শিক্ষকমণ্ডলী অত্যন্ত মেধাবী। শিক্ষকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষার মান উন্নয়নে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী গভর্নিং বডির পক্ষ থেকে মনিটরিং জোরদার রয়েছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশ নেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২য় মুহাদ্দিস মাওলানা ইব্রাহিম খলিল, সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন, সহকারী অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদুল্লা, সহকারী অধ্যাপক মো. বেলায়েত হোসেন মিজি, প্রভাষক মাওলানা এএনএম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারী শিক্ষক হাফেজ জাহাঙ্গীর, সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, কম্পিউটার শিক্ষক আনিসুর রহমান, শরীরচর্চা শিক্ষক শরীফ হাওলাদার, ইবতেদায়ী প্রধান শরীফ মো. মোস্তফা খান, সহকারী শিক্ষক আনিসুর রহমান, হিসাব রক্ষক মো. শরীফুর রহমান খান, অফিস সহকারী রিয়াদ মিজি, অফিস সহকারী মো. শরীফ খানসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়