রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০০:০০

ক্রিকেটার শামীম হোসেনের সাথে প্রভাত নেতৃবৃন্দের সাক্ষাৎ
গোলাম মোস্তফা ॥

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান শামীম হোসেন পাটওয়ারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে একজন রোগীকে প্রভাতের অক্সিজেন সেবা দিয়ে ফেরার পথে উপজেলার গাজীপুরের ধানুয়া এলাকায় এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রভাতের নেতৃবৃন্দ ও শামীম হোসেন পাটওয়ারীর মধ্যে সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

নিজ এলাকায় এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকাণ্ড নিয়ে ক্রিকেটার শামীম হোসেন পাটওয়ারী বলেন, প্রভাতের এমন কার্যক্রমকে আমি স্বাগত জানাই। আমি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রভাত সমাজকল্যাণ সংস্থা ফরিদগঞ্জ শাখার সদস্য মোঃ এমরান হোসেন পাটওয়ারী ও মজিবুর রহমান এ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্রিকেটার শামীম হোসেন ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের আব্দুল হামিদ পাটওয়ারী ও রিনা বেগম দম্পতির সন্তান। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল থেকে জাতীয় দলে তরুণ অলরাউন্ডার হিসেবে অন্তর্ভুক্তি শামীম হোসেন পাটওয়ারীর। ৮-৯ বছর বয়সে স্থানীয় টিভি-টুর্নামেন্টে খেলার মাধ্যমে ক্রিকেট দুনিয়ায় নাম লিখিয়েছিলেন শামীম হোসেন। স্থানীয় ক্রিকেটে দুর্দান্ত খেলতেন শামীম। চাচার সমর্থন ও অনুপ্রেরণায় ভর্তি হন চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমিতে। সেখান থেকেই বিকেএসপিতে ঠাঁই পাওয়ার সুযোগ হয় তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়