প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ০০:০০
জলবায়ুর প্রভাবে একদিন গলে যেতে পারে হিমালয়
কমে যেতে পারে এভারেস্টের উচ্চতা কিংবা
হেলে যেতে পারে পর্বতের সর্বোচ্চ শিখর
তবু কোনোদিন হেলবে না সেই অমর্ত্য তর্জনী।
ঈগলের সিঁড়ি বেয়ে নেমেছিল চন্দ্র বিজয়ীরা
স্বর্গের সিঁড়ি বেয়ে লঙ্কা হতে অমরাবতী যেতে চেয়েছিল রাবণ
চন্দ্রনাথের সিঁড়ি বেয়ে স্বর্গ ছোঁয়ার প্রত্যয়ে ওপরে উঠে যায় পুণ্যার্থীরা
কিন্তু ধানমন্ডি বত্রিশ-এর পবিত্র রক্তমাখা সিঁড়ির
মাহাত্ম্য অনন্তকাল দীপ্তি বিলোবে আকাশগঙ্গায়।
গান্ধারীর শোক উবে গেছে অভিশাপে
পাঞ্চালীর শোক মন্দীভূত হয়ে গেছে প্রতিশোধে-প্রত্যাঘাতে
কিন্তু আগস্টের শোক না অভিশাপ না প্রতিশোধ
কেবল শৌর্য আর সহ্যের যুগল-শক্তিতে ফোটা রক্তগোলাপ।