প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মর্যাদা দেয়া হয়েছে সংবাদ মাধ্যমকে। স্থানীয় সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণে এবং সে আলোকে উন্নয়নের ক্ষেত্র প্রস্তুতে সহায়ক ভূমিকা পালন করে সংবাদ মাধ্যম।
কোনো অঞ্চলের প্রথম দৈনিক সে কারণেই বিশেষ মনোযোগ এবং সাধুবাদের দাবিদার। আমি জেনে আনন্দিত হলাম, চাঁদপুর জেলার প্রথম দৈনিক 'দৈনিক চাঁদপুর কণ্ঠ' নিয়মিত ধারাবাহিক প্রকাশনা অব্যাহত রেখে আগামী ১৭ জুন ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে ৩০ বছরে পা রাখতে যাচ্ছে। উপজেলা পর্যায়ে এই উদযাপনকে স্মরণীয় করে রাখতে পত্রিকাটি উপজেলা ভিত্তিক আলাদা পাতা বের করার উদ্যোগ নিয়েছে, যা প্রশংসার দাবিদার।
আমি চাঁদপুর কণ্ঠের সম্পাদক, প্রকাশক, সাংবাদিকবৃন্দ এবং পত্রিকার সাথে জড়িত অন্যান্য সকলকে এই মাহেন্দ্রক্ষণে শুভেচ্ছা জানাচ্ছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি প্রকাশ এবং সচেতনতা ও জনমত সৃষ্টির মাধ্যমে অত্র এলাকার উন্নয়নে চাঁদপুর কণ্ঠ অগ্রণী ভূমিকা পালন করবে এই কামনা করছি। সূচনালগ্ন থেকে আজ অবধি এবং অনাগত ভবিষ্যতে যাঁরা এই পত্রিকার জয়যাত্রার সারথি হবেন সকলের জন্যে রইল আমার শুভ কামনা ও অভিনন্দন।
সকলের মঙ্গল হোক।
জয় বাংলা।
মোহাম্মদ হুমায়ন রশিদ
উপজেলা নির্বাহী কর্মকর্তা
শাহরাস্তি, চাঁদপুর।