প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২১:১২
চাঁদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৯১ : বহিষ্কার ১

২০২৫ সালের শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে চাঁদপুর জেলার বিভিন্ন কেন্দ্রে অনুপস্থিত ছিলো ৫৯১ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে দাখিল পরীক্ষার্থী ১ জন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) পরীক্ষা শেষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম দিনে চাঁদপুর জেলার ৮ উপজেলায় ৭৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩১ হাজার ২৫৫ জন। এর মধ্যে ৫৯১ জন ছিলো অনুপস্থিত। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় কচুয়া উপজেলার বিতারা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। তার রোল নম্বর : ২৯৫৩৩৪।
চাঁদপুর জেলায় এসএসসি ৪৬ কেন্দ্রে পরীক্ষার্থী ২২ হাজার ৪৩২, পরীক্ষা দিয়েছে ২২ হাজার ৯৫ জন। অনুপস্থিত ছিলো ৩৩৭ জন। দাখিলে ১৯ কেন্দ্রে পরীক্ষার্থী ৭ হাজার ৭৭ জন। তার মধ্যে প্রথমদিন কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষা দিয়েছে ৬ হাজার ৮৪৩ জন। অনুপস্থিত ছিলো ২৩৪ জন। এসএসসি (ভোকেশনাল) ১২ কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ৭৪৬ জনের মধ্যে অংশগ্রহণ করেছে ১ হাজার ৭২৬ জন, অনুপস্থিত ছিলো ২০ জন।
এদিকে চাঁদপুরের প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
অপরদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া ফরাক্কাবাদ স্কুল ও কলেজ কেন্দ্র এবং চান্দ্রা বাজার নুরিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।