প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১৯:৫২
হাজীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৭০
হাজীগঞ্জে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে ৭০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ১৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, এসএসসি পরীক্ষার প্রথমদিনে হাজীগঞ্জ উপজেলার ৯টি কেন্দ্রে ২ হাজার ৮৯৬ জনের মধ্যে উপস্থিত ছিলো ২ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলো ৪২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় উপজেলার ৩টি কেন্দ্রে ১ হাজার ১০৪ জনের মধ্যে উপস্থিত ছিলো ১ হাজার ৭৭ জন। অনুপস্থিত ছিলো ২৭ জন।
এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উপজেলার ২টি কেন্দ্রে ৪৫৩ জনের মধ্যে উপস্থিত ছিলো ৪৫২ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলো ১ জন। এদিন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উপজেলার ১৪টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুচিত্র রঞ্জন দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা। কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, পুলিশ, আনসার ও মেডিকেল টিমের সদস্যরা।