সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০০:০০

দৈনিক চাঁদপুর কণ্ঠের ইংরেজি অনলাইন ভার্সন চাই
অনলাইন ডেস্ক

ছোট্ট একটি পত্রিকা প্রকাশ করে পাঠকের হাতে পৌঁছুতে কতোটা শ্রম, কতোজনের মেধা-প্রজ্ঞা প্রয়োজন তা ভাষায় বর্ণনা করা কঠিন। একটি সংবাদ সংগ্রহ, সেটা ছাপার উপযোগী করা, ছাপা, ছেপে পাঠের যোগ্য করে পাঠকের হাতে পৌঁছে দেয়ার মধ্যে থাকে অনেকের অক্লান্ত পরিশ্রম। এই শ্রম তখনই সার্থক হয়, যখন যার বা যাদের উদ্দেশ্যে শ্রম দেয়া হয় তিনি বা তারা কিছুটা হলেও তুষ্ট হন।

চাঁদপুর জেলার মতো একটি ছোট্ট জেলা শহর থেকে নিয়মিত প্রকাশ পেয়ে সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে চাঁদপুর কণ্ঠ। পাঠকের দৃষ্টিতে পত্রিকাটি এক নম্বরে আছে। দিনের পর দিন, বছরের পর বছর চাঁদপুর কণ্ঠ তার ধারাবাহিকতা বজায় রেখে আসছে। অন্যদের চেয়ে ডিফারেন্ট বলেই এর পাঠকপ্রিয়তা বেশি। সেটি ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে আশা রাখি।

দৈনিক চাঁদপুর কণ্ঠ তিনভাবে পাঠকের চাহিদা পূরণ করে আসছে-- ১। প্রিন্ট সংস্করণ, ২। জেপিজি (ছবি আকারে) ফেসবুক পেজ ও গ্রুপে প্রকাশ, ৩। অনলাইন (ওয়েব পোর্টালের মাধ্যমে)।

চাঁদপুর কণ্ঠ পাঠকের প্রত্যাশা পূরণ করে চলেছে। এটি চাঁদপুরের একমাত্র পত্রিকা, যেটি পাঠকের কাছে অনেক প্রিয়। একে সম্মানের সঙ্গে দেখি, কারো প্রতি পক্ষপাতিত্ব করে নয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে চাঁদপুর কণ্ঠ। আমি চাঁদপুর কণ্ঠের তেমন দুর্বলতা দেখি না।

আমাদের নতুন প্রজন্মের অনেকেই বেশ এগিয়ে যাচ্ছে। তারা ডাক্তার, তথ্য প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় সম্পৃক্ত হচ্ছে। আমি মনে করি, এই নতুন প্রজন্মের বিভিন্ন দিক বেশি বেশি করে তুলে ধরতে হবে চাঁদপুর কণ্ঠে। তারা যাতে পেশাগত সাফল্যের পাশাপাশি তাদের যোগ্যতা ও দক্ষতা জেলার কল্যাণে লাগাতে এগিয়ে আসে--এ জন্যে তাদের আরো বেশি উৎসাহিত করতে হবে।

চাঁদপুর কণ্ঠে বস্তুনিষ্ঠ সংবাদ প্রাধান্য পাবে, গুরুত্ব পাবে বঞ্চিতদের সুখণ্ডদুঃখের কথা, খবরের পেছনের কাহিনি প্রকাশ পাবে, ঘটনার পেছনের সত্য ঘটনা বের করে প্রকাশ করবে--এটা পাঠকদের প্রত্যাশা। আমরা সত্য পড়ার জন্যে অপেক্ষা করি। সত্য খুঁজতে ও জানতে মানুষ অপেক্ষা করে চাঁদপুর কণ্ঠ পড়ার জন্যে।

বিশেষ করে পাঠক ফোরাম, সাহিত্য পাতা, খেলাধুলার খবর, বিতর্ক, স্থানীয় বিনোদনের খবর, অনুসন্ধানী প্রতিবেদন, শিক্ষা পাতা, কুইজ, নাগরিক সাংবাদিকতা নিয়মিত প্রকাশের অনুরোধ করছি।

পাঠকের চাহিদাকে সামনে রেখে এবং আমাদের পরবর্তী জেনারেশনকে পত্রিকামুখী করে তুলতে দৈনিক চাঁদপুর কণ্ঠের ইংরেজি ভার্সন (অনলাইন) প্রত্যাশা করি।

যে পত্রিকা পরিবার সমাজের পরতে পরতে সবার মাঝে ভালোবাসার সুবাস ছড়ানোর চেষ্টায় অবিরাম ব্রতে লিপ্ত, আজকের শুভক্ষণে সেই পরিবারের সম্পাদক, সংবাদদাতা, কলাকুশলী সহ পাঠককুলের সকলকে জানাই প্রাণঢালা ভালবাসা।

-সাইফুল ইসলাম সিফাত, সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়