প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০০:০০
ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের সর্বত্রই তথ্য বা সংবাদের গুরুত্ব অপরসীম। আর এ সংবাদ যদি হয় বস্তুনিষ্ঠ, তাহলে গুরুত্ব যেন কয়েক গুণ বেড়ে যায়। সংবাদ সরবরাহে জাতীয় দৈনিকগুলোর পাশাপাশি স্থানীয় বা আঞ্চলিক দৈনিকগুলোও পাঠকের ভিন্ন ভিন্ন চাহিদা পূরণ, বিভিন্ন বিষয়ে জনমত তৈরি, সামাজিক দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
এসব বিবেচনায় মেঘনা পাড় তথা চাঁদপুর জেলার মানুষের কাছে এমন একটি স্থানীয় দৈনিক হচ্ছে ‘চাঁদপুর কণ্ঠ’। যা প্রকাশনায় যাত্রাশুরুর দিন থেকে বর্তমান পর্যন্ত বৈচিত্র্যপূর্ণ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মনে স্থান করে নিতে সক্ষম হয়েছে। পত্রিকাটি স্থানীয় পাঠকদের চাহিদার অনুকূলে সব ধরনের লেখা প্রকাশ করে একটি পরিপূর্ণ দায়িত্বশীল প্রিন্ট মিডিয়ায় পরিণত হয়েছে। একই কাগজে বিভিন্ন বিভাগভিত্তিক নান্দনিক উপস্থপনা পত্রিকাটিকে সর্বমহলে প্রশংসিত করেছে। ফলে দীর্ঘ সময়ের পথচলায় পত্রিকাটি পেয়েছে লাখো পাঠকের ছোঁয়া। এই মুহূর্তে চাঁদপুর কণ্ঠ যেন স্থানীয় সংবাদের নিরেট দর্পণ।
বর্তমান সময়ে অনলাইনে নানা ধরনের সংবাদের কারণে প্রিন্ট মিডিয়ায় কিছুটা পাঠক-ঘাটতি লক্ষ্য করা গেলেও চাঁদপুর কণ্ঠ পত্রিকাটি দীর্ঘ ঐতিহ্যের পথ ধরে চলায় পাঠকের সব ধরনের চাহিদা পূরণ করে পাঠকদের কাছে রাখতে পেরেছে। আমি মনে করি, এই মুহূর্তে কাগুজে পত্রিকার পাঠক ধরে রাখতে পারাটাই চাঁদপুর কণ্ঠের বড় সাফল্য। এজন্যে পত্রিকাটির সম্পাদনা পরিষদের সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা বিশ্বাস করি, চাঁদপুর কণ্ঠ পত্রিকাটি সংবাদ প্রকাশের ক্ষেত্রে অতীতের ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে আরো নতুনত্ব আনয়নের মাধ্যমে পাঠক হৃদয়ে অনেক দিন টিকে থাকবে।
-জহিরুল ইসলাম লিটন
প্রোপ্রাইটর, ন্যাশনাল কম্পিউটার, রজনীগন্ধা মার্কেট, হাজীগঞ্জ, চাঁদপুর।