শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০

শুভেচ্ছা বাণী
অনলাইন ডেস্ক

৩০ বছরে পদার্পণ করায় দৈনিক চাঁদপুর কণ্ঠে’র সাংবাদিক ভাই-বোনদের এবং যারা এই পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত আছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি পত্রিকাটির পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। দৈনিক চাঁদপুর কণ্ঠ পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকা। এটা এজন্যে যে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দৈনিক চাঁদপুর কণ্ঠ সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে চেষ্টা করে।

আমি আশা করি, দৈনিক চাঁদপুর কণ্ঠ পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

সবশেষে বলবো, দৈনিক চাঁদপুর কণ্ঠ অতীতের ন্যায় আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আমার বিশ্বাস। আমি পত্রিকাটির সফলতা কামনা করি এবং প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

মোহাম্মদ ইব্রাহীম খলিল

অফিসার ইনচার্জ

কচুয়া থানা, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়