প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০
আমি নিজে দৈনিক চাঁদপুর কণ্ঠের নিয়মিত পাঠক। এ পত্রিকাটি জাতীয় দৈনিকের মতোই নিয়মিত প্রকাশিত হয়। এ পত্রিকায় এলাকার সমস্যা-সম্ভাবনা, অনিয়মণ্ডদুর্নীতি যেমন তুলে ধরা হয়, তেমনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরা হয়। কারো লেজুড়বৃত্তি পরিহার করে, অনুরাগ ও বিরাগভাজন হবার মানসিকতা এড়িয়ে চাঁদপুর কণ্ঠে প্রকৃত সত্য তুলে ধরার প্রয়াস চালানো হয় বলে আমি মনে করি। সেজন্যে পত্রিকাটি সকল মহলে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে জানতে পেরেছি। এটা নিঃসন্দেহে সুখকর দিক।
আমি জেনে খুশি হয়েছি যে, চাঁদপুর কণ্ঠ নিরবচ্ছিন্ন প্রকাশনা অব্যাহত রেখে আগামী ১৭ জুন ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এবং ৩০ বছরে পা রাখতে যাচ্ছে। এ উপলক্ষে উপজেলাওয়ারী পাতা বের করার উদ্যোগ গ্রহণ করে অনেক অজানা তথ্য জানান দেয়ার সুযোগ করে দেয়াটাকে আমি ব্যতিক্রম হিসেবে বিবেচনা করতে দ্বিধা করছি না। সেজন্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে চাঁদপুর কণ্ঠের সাথে সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পত্রিকাটি শতবর্ষী হোক, অনন্তকাল টিকে থাকুক---এমন প্রত্যাশা ব্যক্ত করছি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবী হোক।
মোঃ নাজমুল আলম স্বপন
মেয়র
কচুয়া পৌরসভা, চাঁদপুর।