প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পেলেন বেদে পরিবার। গতকাল ৭ জুলাই বুধবার শ্রীরায়েরচর সংলগ্ন বাংলাবাজার এলাকায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বেদে পরিবারের মাঝে পৌঁছে দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
প্রতিটি পরিবারের জন্য খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ ভোজ্যতেল, গুঁড়া দুধ। এ সময় ইউএনওর সিএ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপহার বিতরণকালে ইউএনও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা মানুষদের কথা ভেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) যাতে উপজেলায় যোগ্য পরিবারের মাঝে পৌঁছানো যায় এ কারণেই নিজ গাড়িতে করে প্রত্যন্ত এলাকা ঘুরে উপহার পৌঁছে দিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জানা যায়, মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর ব্রীজ সংলগ্ন বাজার এলাকায় বসবাস করে বেদে পরিবাররা। এসব বেদে বিভিন্ন গ্রামে গিয়ে সাপ ধরা, খেলা দেখানো, শিঙ্গা লাগানোসহ বিভিন্ন কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতো। লকডাউন ঘোষণার পর হতদরিদ্র বেদেরা অসহায় হয়ে পড়ে বিধায় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে তিনি ওই বেদে পল্লীতে হাজির হন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বেদে সম্প্রদায়ের লোকজনের হাতে তা তুলে দেন। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি বেদে পল্লীর লোকজনও।