সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ

উৎসবমুখর পরিবেশে ৩ জানুয়ারি বুধবার সকালে পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারপ্রদত্ত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ। তিনি শিক্ষার্থীদের ভাগ্যবান উল্লেখ করে বলেন, আমাদের সময় অনেককেই পুরানো বই দিয়ে পড়তে হয়েছে, আর এখন তোমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণে ইংরেজি বছরের প্রথমদিনেই বিনামূল্যে পাঠ্যপুস্তক হাতে পাচ্ছো, যা আমাদের সময় আমরা কল্পনা করতে পারিনি। সেদিক দিয়ে তোমরা খুবই ভাগ্যবান। তোমরা বড় হয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে তা কিন্তু বড় কথা নয়, বড় কথা হলো তোমরা কতটুকু ভালো মানুষ হতে পেরেছো। তিনি শিক্ষার্থীদেরকে সুশিক্ষা অর্জনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে সরকারের যে আন্তরিকতা তার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস। সহকারী শিক্ষক মোঃ হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জাকির হোসেন খান শিপন, মিজানুর রহমান খান বাদল, বিপ্লব কুমার গোপ, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গোপাল চন্দ্র গোপ, বিশ্বজিৎ চন্দসহ অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন।

জাতীয় সংগীতসহ পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক হাতে নিয়ে বাড়ি ফিরেন শিক্ষার্থীরা।

জানা যায়, ১ ও ২ জানুয়ারি নির্বাচনী কার্যক্রম থাকায় স্কুল কর্তৃপক্ষ বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পারেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়