বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ২০:৩৬

মতলব উত্তরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকীতে  ফ্রি মেডিকেল ক্যাম্প
মতলব উত্তরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর যুবদলের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে ছেংগারচর পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে টেলি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার ও ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা বন্ধু দলের আহ্বায়ক ঈশা খান, দুর্গাপুর ইউনিয়ন বন্ধু দলের সভাপতি জিলানী খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর যুবদল নেতা আরিফ লস্কর, সাইফুল বেপারী, আনিছ বেপারী, মোহাম্মদ হোসেন, ছাত্রনেতা রোকন সরকার, আরিফুল ইসলাম বাবু, সাওনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা যুবদলের ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে স্বর্তঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এ সময় আগত প্রায় ৪০০জন বিভিন্ন বয়সের সাধারণ নারী ও পুরুষ রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও ঔষধপত্র প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাসিবুল ইসলামসহ একটি মেডিকেল টিম।

ছবি:

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়