বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ২০:৫৬

বাবুরহাট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

অনলাইন ডেস্ক
বাবুরহাট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
বাবুরহাট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি

॥ ২০ নভেম্বর বুধবার বিকেলে চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে লং বারের ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে আশিকাটি রাইজিং স্টার-০ বাবুরহাট বয়েজ ঋপ-১। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি বলেন, বাবুরহাট অঞ্চলে ফুটবল টুর্নামেন্ট ‘মাদকে না বলুন সন্ত্রাস মুক্ত দেশ গড়ুন’ এই স্লোগানটির মধ্য দিয়ে শুরু করেছে, যা সত্যি প্রশংসনীয়। খেলাধুলা মাদককে নিষেধ করে। আমরা জানি অনেকেই বিশ্বের বিখ্যাত খেলোয়াড় ম্যারাডোনাকে চিনেন। এমন বিশ্বখ্যাত একজন খেলোয়াড় মাদকের কারণে এক সময় খেলা থেকে নিষিদ্ধ হয়েছিলেন। এ মাদকের কারণে অনেক বিখ্যাত খেলোয়াড় খেলা থেকে নিষিদ্ধ হয়েছে। খেলাধুলা করতে হলে বড়ো বড়ো টুর্নামেন্টে ডোপ টেস্ট করতে হয় সে মাদক সেবন করেছে কিনা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপরে সে খেলতে পারে। তবে বাবুরহাট অঞ্চলের ফুটবল টুর্নামেন্টের ‘মাদককে না বলুন সন্ত্রাসমুক্ত দেশ গড়ুন’ এই স্লোগানটির মধ্য দিয়ে শুরু করেছে, যা সত্যি প্রশংসনীয়। তাই আমার একটাই অনুরোধ, খেলোয়াড় এবং টিম প্রধানেরা আপনারা খেলা নিয়ে কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কাজী শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন সদর থানা বিএনপি সহ-সভাপতি একেএম সেলিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শেখ সালমান, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মজুমদার লিটন, সাধারণ সম্পাদক বাবুল, সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক কাউছার পাটওয়ারী, পৌর যুবদল নেতা মাহবুবুর রহমান খান সোহাগ, ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মোবারক পালোয়ান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ, ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মৃধাসহ নেতৃবৃন্দ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়