প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১১:১২
কোস্ট গার্ডের এই সাফল্য অভিনন্দনযোগ্য
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ব্যবহার নিষিদ্ধ ১৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (১৮ নভেম্বর ২০২৪) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মুন্সীগঞ্জ হতে বরিশালগামী ১টি লাইটার জাহাজের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। পরে লাইটার জাহাজটি তল্লাশি করে আনুমানিক ১৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ড কারেন্ট জাল ও নদীপথে চোরাচালানকৃত মালামাল আটকে মাঝে মাঝে এমন সাফল্য দেখায় যে, রীতিমত চমকে যেতে হয়। গত সোমবার চাঁদপুরের মেঘনা থেকে ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করার যে কাজটি করেছে, সেটি নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। কোস্ট গার্ড শুধু জল থেকে নয়, ডাঙ্গা থেকেও অর্থাৎ বিভিন্ন স্থানের গোডাউন থেকে কেবল কারেন্ট জাল নয়, মাদক ও পলিথিন সহ নানা নিষিদ্ধ মালামাল জব্দ করে উল্লেখযোগ্য সংখ্যকবার সাড়া জাগাতে সক্ষম হয়েছে।
কোস্ট গার্ড উপকূল রক্ষী হিসেবে আস্থার প্রতীকে পরিণত হোক--এটা আমাদের প্রত্যাশা। তারা পোশাকধারী অন্য কোনো বাহিনীর ন্যায় কোনোভাবে বিতর্কে না জড়াক, সেটা সচেতন প্রতিটি মানুষ প্রত্যাশা করে। জব্দকৃত জাটকা ও মা ইলিশ নিয়ে কোস্ট গার্ডের অসাধু কেউ সুযোগ বুঝে বিতর্কিত কিছু করার চেষ্টা করে বলে কোস্ট গার্ড, চাঁদপুর স্টেশন সংলগ্ন এলাকার লোকজন কখনো কখনো মুখরোচক আলোচনা করে। কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই আলোচনা যাতে মোটেও না হতে পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে পারেন বলে মনে করি।
স্মর্তব্য, 'যা রটে তা কিছু কিছু বটে' এমন প্রবাদের অনুকূলে সত্যতা কখনো কখনো পাওয়া যায়। কাজেই কোস্ট গার্ডকে সতর্ক বা তীক্ষè সচেতন করার প্রয়োজনেই আমাদের প্রাগুক্ত অভিমত, কোনো অসৎ উদ্দেশ্য মাথায় রেখে নয়।