শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ২১:৩৪

শাহরাস্তিতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য ফরম নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকেলে মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহের উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্ত্ক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের দলে অন্তর্ভুক্ত করতে হবে।

শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলা বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে কাজ করার আহ্বান জানানো হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এহতেশামুল হক সজীব, বিএনপি নেতা মো. আব্দুল মান্নান বিএসসি, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সুচিপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন টুটুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুমন মিয়া, শ্রমিক দল নেতা মো. কাউছার আলম প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়