শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ২১:৪৭

হরিজন কলোনীর সদস্যদের নিয়ে ক্লীন চাঁদপুরের কর্মীসভা

স্টাফ রিপোর্টার
হরিজন কলোনীর সদস্যদের নিয়ে ক্লীন চাঁদপুরের কর্মীসভা

চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে পরিচ্ছন্ন কাজে নিযুক্ত তিনটি হরিজন কলোনীর পরিচ্ছন্ন কাজে নিযুক্ত কর্মীদের সাথে ব্যতিক্রম আয়োজনে ক্লীন চাঁদপুরের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বিকেলে চাঁদপুর রোটারী ভবনে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন ক্লীন চাঁদপুরের সিনিয়র উপদেষ্টা ফারুক মৃধা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লীন চাঁদপুরের সমন্বয়ক পায়েল খান, যুব রেড ক্রিসেন্ট চাঁদপুরের সভাপতি মোহাম্মদ ওমর, ক্লীন চাঁদপুরের পরিচালক ফারিয়ান আহমেদ মৃধা।

ক্লীন চাঁদপুরের উদ্যোক্তা মো. মেহেদী হাসান খান জনির পরিচালনায় বক্তব্য রাখেন জাকির মিজি, কামরুল ইসলাম সোহেল, অজিউল্লা জিন্নাহ, তানভীর আহমেদ জনি, শাখাওয়াত হোসেন, শফিক ভূঁইয়া, ইব্রাহীম, রানা, বিল্লাল খান, সেলিম মুন্সি, শাখাওয়াত মিজি, জনি, হরিজন কলোনীর পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন নন্দন কিশোর, সাধন লাল, কৃতন দা, বাবুল, রনি দাস, বিপ্লব, তরুণ, দ্বীপ্ত প্রমুখ।

উপস্থিত ছিলেন বাসস্ট্যান্ড স্বর্ণখোলা হরিজন কলোনী, বড়স্টেশন-স্ক্যাভেঞ্জার্স হরিজন ও পুরাণবাজার হরিজন কলোনীর প্রায় ৪৫০ পরিচ্ছন্ন কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়