প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১১:১৫
হেরার আলো
অনলাইন ডেস্ক
৪৬। উহারা বাহির হইতে চাহিলে উহারা নিশ্চয়ই ইহার জন্য প্রস্তুতির ব্যবস্থা করিত, কিন্তু উহাদের অভিযাত্রা আল্লাহর মনঃপুত ছিল না। সুতরাং তিনি উহাদিগকে বিরত রাখেন এবং উহাদিগকে বলা হয়, ‘যাহারা বসিয়া আছে তাহাদের সহিত বসিয়া থাক।’