প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ঐতিহ্যবাহী শ্যামসুন্দর হরিসভার ১১২তম বাৎসরিক উৎসবের প্রস্তুতি সভা
ঐতিহ্যবাহী সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নে অবস্থিত শ্রী শ্রী সচ্চিদানন্দ শ্যামসুন্দর হরিসভার ১১২তম বাৎসরিক উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার দুপুরে হরিসভা মিলনায়তনে আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি নির্ধারিত দুদিনব্যাপী বাৎসরিক উৎসব সফল করতে এই প্রস্তুতি সভা করা হয়। এতে হরিসভা পরিচালনা পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্রজ গোপাল আচার্যের পরিচালনায় বক্তব্য রাখেন হরিসভা পরিচালনা পরিষদের উপদেষ্টা ডাঃ নন্দ লাল আচার্য, দুলাল চন্দ্র ঘোষ, সহ-সভাপতি যুবরাজ চন্দ্র দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক অমর কৃষ্ণ শীল, যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক সুদেব বণিক, সাংস্কৃতিক সম্পাদক সাধন দত্ত, কার্যনির্বাহী সদস্য অঞ্জন দে, বিজয় পাল, বিজয় আচার্য, শুভ করসহ অন্যরা।
অনুষ্ঠানের প্রস্তুতি প্রসঙ্গে হারাধন চন্দ্র দত্ত বলেন, এই হরিসভাটি চাঁদপুরের একটি প্রাচীন সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ায় এর সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছে। কাজেই পূর্বের মতো করে এবারও হরিসভার ১১২তম বাৎসরিক উৎসবটি সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। এ সময় হরিসভার বাৎসরিক মহোৎসব পরিচালনা এবং মন্দির পুনঃনির্মাণের লক্ষ্যে বেশ ক’টি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। পরে সভায় আগত উপস্থিত সবাইকে প্রসাদ দেয়া হয়।