প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০
সাংবাদিক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারীর মরহুমা মায়ের দোয়া সম্পন্ন
গতকাল ২২ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা পুুরান আদালত পাড়া জামে মসজিদে সাংবাদিক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারীর মরহুমা মায়ের দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি আনোয়ারুল হক নেছারী ও মিলাদ পরিচালনা করেন মুয়াজ্জিন মোঃ মনির হোসেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরান আদালত পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক জেলার শ্রেষ্ঠ করদাতা ঠিকাদার ফারুক আহমেদ আখন্দ, সহ-সভাপতি ব্যবসায়ী লোকমান হোসেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, ইয়াসিন ইকরামসহ সকল ধর্মপ্রাণ মুসলমান।
সাংবাদিক আলমগীরের পিতা মরহুম মোঃ রঞ্জন আলী পাটওয়ারী স্বাধীনতারও অনেক আগে হাজী মহসিন রোডস্থ সাবেক ছায়াবাণী হলের সামনে ব্যবসা প্রতিষ্ঠান নোয়াখালী হোটেল গড়ে তোলেন। একটা সময় তার বড় ভাই আঃ রহমান পাটওয়ারী মোস্তফা বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক কাজে জড়িত। মেঝো ভাই খোকন পাটওয়ারী একজন ব্যাবসায়ী। সাংবাদিক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য। বর্তমানে স্থানীয় পত্রিকা দৈনিক চাঁদপুর প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার এন্ড ফটোগ্রাফার। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত এবং চাঁদপুর সদর উপজেলার বিএডিসি সার ও বীজ ডিলার মেসার্স পাটওয়ারী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। সদস্য বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশন, সাধারণ সদস্য, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিট।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর বুধবার রাত ১২টা ৫ মিনিটে ঢাকা হার্ট ফাউন্ডেশন ইন্সটিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ওইদিনই বাদ জোহর পুরান আদালত পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে চাঁদপুর পৌর কবরস্থানে মরহুম পিতার পাশে মায়ের মরদেহ দাফন করা হয়। এরপরে মরহুম পিতা ও মাসহ সকল কবরবাসীর জন্য দোয়া কামনা করা হয়।