শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২০:১৩

বালিয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

রাজনৈতিক নতুন বন্দোবস্ত ছাড়া জাতির মুক্তি আসবে না ----শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

স্টাফ রিপোর্টার
রাজনৈতিক নতুন বন্দোবস্ত ছাড়া জাতির মুক্তি আসবে না ----শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বালিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাঁধ উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন শাখা।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি জননেতা শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। অথচ ৭২-এর সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার মুক্তিযুদ্ধের মূল স্লোগান থেকে বাদ দেয়া হয়েছে। সেখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিস্থাপন করা হয়েছে। এভাবে ১৯৪৭ সালেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুক্তিকামী মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। ঠিক একইভাবে ৭১ সালেও মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে প্রতারণা করা হয়েছে।

৫ আগস্টের রক্ত যদি বৃথা যায়, তাহলে আমাদের কপালে আরো অনেক দুর্ভাগ্য অপেক্ষা করছে। ৫ আগস্ট তৈরি হয়েছে বিগত ৫৩ বছরের রাজনৈতিক অব্যবস্থার বিরুদ্ধে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার লক্ষ্যে। যেখানে দল মত ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে।

তিনি বলেন, রাজনৈতিক দল হলো সামাজিক প্রতিষ্ঠান, দায়িত্বশীল নেতারা হলো সমাজসেবক। রাজনৈতিক নেতাদেরকে রাজনীতি নিয়ে বাণিজ্যিক মনোভাব পরিহার করতে হবে। রাজনীতিতে যদি বাণিজ্য প্রথা তুলে দেয়া যায় তাহলে ভালো মানুষ রাজনীতিতে আসার সুযোগ পাবে।

বালিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ মানিক মিয়া খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আশরাফুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুদ্দীন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার বেলাল হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নূরী, সহকারী অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ডাক্তার মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ, নির্বাহী সদস্য মোহাম্মদ নাসির খান।

এছাড়া সমাবেশ বালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ইসলামী আন্দোলনের শত শত নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হয়। গণসমাবেশকে কেন্দ্র করে জুমার পর থেকে ফরাক্কাবাঁধ স্কুল ও বাজার এলাকা গণমানুষে পরিপূর্ণ হয়ে যায় ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়