শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ মার্চ ২০২২, ০০:০০

দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন
বাবুল মুফতি ॥

মতলব উত্তর উপজেলার দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে ৪ পদে অংশগ্রহণ করেন ৫ জন। মোঃ বাদল ব্যালট নং-(৩) ২৭২ ভোট পেয়ে ১ম স্থান, সাগর ব্যালট নং (৪) ২৫৯ ভোট পেয়ে ২য় স্থান, কামাল মোল্লা ব্যালট নং (২) ২৫৪ ভোট পেয়ে ৩য় স্থান ও আবুল কালাম আজাদ ব্যালট নং (১) ২১৫ ভোট পেয়ে ৪র্থ স্থান পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী হান্নান প্রধান ব্যালট নং (৫) পেয়েছেন ১৮০ ভোট। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৬৯৮।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম জানান, সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান ও অনুপম মল্লিক এবং পদাধিকার বলে সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর।

উল্লেখ্য, তফসিল ঘোষণা করা হয় ২৮ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বিতরণ হয় ২ মার্চ, জমা দেয়ার শেষ তারিখ ছিলো ৭ মার্চ। যাচাই বাছাই ৮ মার্চ ও প্রত্যাহরের শেষ তারিখ ছিলো ১২ মার্চ।

নির্বাচনকালে উপস্থিত ছিলেন দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, আওয়মী লীগ নেতা খন্দকার মানিক, সমাজ সেবক সাইফুল ইসলাম খোকন, সৈয়দ গোলাম রাব্বানী মামুন, খোরশেদ আলম, ইউপি সদস্য মানিক মিয়াজী, যুবলীগ নেতা ডালিমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়