শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ০০:০০

আল-কাউসার স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের আল-কাউসার স্কুলে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।

বিদ্যালয়ের হলরুমে কেক কাটা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়াও শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ কলিমুল্লাহ, মোঃ জামাল উদ্দিন, মোঃ মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মহিবুর রহমান কামাল, শিক্ষার্থীদের পক্ষে আব্দুর রহমান, সাইফুল ইসলাম, রোকনুজ্জামান অয়ন, শামিম আহমেদ শিহাব প্রমুখ।

শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়