শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ০০:০০

ফরক্কাবাদ ডিগ্রি কলেজে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার ॥

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের স্থায়ী দাতা সদস্য, শিল্পপতি ও সমাজসেবক সৈয়দ আহম্মেদ পাটওয়ারী।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাসের সভাপ্রধানে ও প্রভাষক হাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক বিএসসি, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের হিতৈষী সদস্য হারুন অর রশিদ তালুকদার, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য মোঃ সেলিম পাটওয়ারী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক এবিএম শাহ আলম টিপু। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আহম্মেদ পাটওয়ারী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও মুক্তির দূত। তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ার ও বঙ্গবন্ধুর মতো মানবীয় গুণাবলিসম্পন্ন হয়ে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়