বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শ্রীনগর কাঁপছে
  •   হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
  •   অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে
  •   মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ
  •   স্বপ্নের বই হাতে পেয়ে আনন্দে ফেটে পড়ল চাঁদপুরের শিক্ষার্থীরা

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ড্যাফোডিল গ্রুপের পৃষ্ঠপোষকতায়

পূর্ব শ্রীরামদী ক্লাবের কাছে ২ উইকেটে হেরেছে ক্রিকেট কোচিং সেন্টার

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
পূর্ব শ্রীরামদী ক্লাবের কাছে ২ উইকেটে হেরেছে ক্রিকেট কোচিং সেন্টার

চাঁদপুর স্টেডিয়ামে চলছে ড্যাফোডিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রিমিয়ার ক্রিকেট লীগ। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার লীগের ২য় ম্যাচে অংশ নেয় পূর্ব শ্রীরামদী ক্লাব ও চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার। খেলায় পূর্ব শ্রীরামদী ক্লাবের কাছে ২ উইকেটে হেরেছে ক্রিকেট কোচিং সেন্টার।

মঙ্গলবার খেলায় প্রথমে টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট কোচিং সেন্টার। দলটি নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৮ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে আয়মান ৭৬ বলে ৭১ রান ও নোমান ৭৯ বলে ৫৪ রান করেন। বল হাতে পূর্ব শ্রীরামদী ক্লাবের ফয়সাল ১০ ওভারে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।

পূর্ব শ্রীরামদী ক্লাব ২১৯ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ৪৭ ওভার ৩ বলে ৮ উইকেট হারিয়ে ২২২ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে ফাহিম ১০৫ বলে ৬৪ ও ফয়সাল ৪৩ বলে ৫৭ রান করেন। বল হাতে ক্রিকেট কোচিং সেন্টারের ইলিয়াছ ১০ ওভারে ২ মেডেন সহ ৩৬ রানে ৩টি উইকেট তুলে নেন। পূর্ব শ্রীরামদী ক্লাব ৮ উইকেটে জয় পেয়ে মাঠ ছাড়েন। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক আলহাজ্ব শাহির হোসেন পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়