বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৯:০৩

শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি

মো. জাকির হোসেন
শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি

দেশের শিক্ষা খাতে বড় ধরনের রদবদল ঘটেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনায় একযোগে চারটি বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চেয়ারম্যানদের তালিকা ও প্রেক্ষাপট:

যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার (অর্থনীতি), কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. নিজামুল করিম (ব্যবস্থাপনা), ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের (ইতিহাস) এবং রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. অলিউর রহমান (সমাজবিজ্ঞান) – এই চারজনের প্রেষণ প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনের নির্দেশনা:

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই চার কর্মকর্তাকে আগামী ৭ জানুয়ারির মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা অবমুক্ত না হলে, একই দিন বিকেলে তাদের অবমুক্ত বলে গণ্য করা হবে।

এছাড়া, পিডিএস (Personnel Data Sheet)-এর মাধ্যমে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দেয়া হয়েছে।

পদক্ষেপের সম্ভাব্য কারণ:

যদিও প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ঘাটতি, নীতিগত পরিবর্তন কিংবা নিরীক্ষায় কোনো অনিয়মের সম্ভাব্য অভিযোগ থেকেই এ সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা খাতে প্রভাব::

একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে সরিয়ে ওএসডি করার ঘটনা শিক্ষা খাতে নজিরবিহীন। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাপনায় অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

চলমান প্রেক্ষাপট::

শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত সামগ্রিক শিক্ষা ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে এই পরিবর্তন শিক্ষার্থীদের ওপর কী ধরনের প্রভাব ফেলবে, তা এখনও অনিশ্চিত।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া গেলে আরও বিস্তারিত জানানো হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়