বুধবার, ০৫ মার্চ, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০০:৪৬

প্রশাসনে বড় ধরনের রদবদল: গুরুত্বপূর্ণ পদে নজরদারি ও পদোন্নতি বঞ্চিতদের জন্য বিশেষ সুবিধা

প্রশাসনে আতঙ্ক

মো. জাকির হোসেন
প্রশাসনে আতঙ্ক
ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে প্রশাসনে বড় ধরনের রদবদল ও নজরদারি কার্যক্রম শুরু হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বর্তমানে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। বিশেষ করে, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সচিব পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এই নজরদারির আওতায় আছেন।

ওএসডি ও বাধ্যতামূলক অবসর:

বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা কর্মকর্তারাও নিশ্চিন্তে নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ডিসিদের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। তদন্তের পর, যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তারা ওএসডি হবেন; আর যাদের বয়স ২৫ বছরের বেশি, তারা বাধ্যতামূলক অবসরে যাবেন। এছাড়া, আর্থিক কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা:

বিএনপি আমলে বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের ক্ষতি পুষিয়ে দিতে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ (ব্যাকডেটেড) পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এর মধ্যে সচিব পদে ১১৯ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, গ্রেড-১ পদে ৪১ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

ডিসি পদে বড় পরিবর্তন:

প্রশাসক (ডিসি) পদেও পরিবর্তন আসতে চলেছে। বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। বিতর্কিত কর্মকর্তাদের সরিয়ে দিয়ে নতুনদের ফিটলিস্ট তৈরি করা হচ্ছে।

প্রশাসনে অস্থিরতা ও ভবিষ্যৎ পদক্ষেপ:

প্রশাসনের বিভিন্ন স্তরে পদোন্নতি ও বদলি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। বিএনপিপন্থি কর্মকর্তারা গত ১৭ বছর পদোন্নতি না পেয়ে বঞ্চিতই থেকে যাচ্ছেন। সরকার পক্ষপাতমূলক আচরণ করবে না জানিয়ে সচিব মোখলেস উর রহমান জানান, অপরাধ অনুযায়ী ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হবে।

এ পরিস্থিতিতে প্রশাসনে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে সুষ্ঠু তদন্ত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়