শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ২২:৫৮

হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধনের একাংশ।

টঙ্গীর ইজতেমা ময়দানে উগ্র সাদপন্থীদের বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যার বিচার এবং চাঁদপুর জেলাসহ সারাদেশে তাদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে হাজীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি ২০২৫) হাজীগঞ্জ বড় মসজিদ গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ মো. জোবায়ের আহমেদ। হাজীগঞ্জ উপজেলার ওলামায়ে কেরাম ও বিশ্ব শুয়াঈ নেজামের দাওয়াত ও তাবলীগী সাথীগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুরের মুরুব্বি মাওলানা মো. আব্দুর রহিম, মুফতি মো. আলাউদ্দিন, মাও. মো. মাসুদ ও মো. হুমায়ুন কবির। বক্তারা বলেন, সাথী ভাইদের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং হত্যাকারী সাদ বাহিনীসহ কুরআন-সুন্নাহ বিরোধী সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। বক্তব্য শেষে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির সমৃদ্ধি এবং টঙ্গীর ইজতেমা ময়দানে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাও. মো. মাসুদ। মো. আহছান উল্যাহ্ কাশারীর সভাপতিত্বে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)-এর কাছে স্মারকলিপি পেশ করেন শুয়াঈ নেজামের (মাওলানা জুবায়েরপন্থি) মুরুব্বিরা। মানববন্ধনে চাঁদপুর থেকে আগত শুয়াঈ নেজামের অন্যান্য মুরুব্বি, উপজেলার ওলামায়ে কেরাম ও বিশ্ব শুয়াঈ নেজামের দাওয়াত ও তাবলীগের দুই শতাধিক সাথী ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়