বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০

ইনকিলাবের সাংবাদিক আলম শামসের বাবার স্মরণে দোয়া মাহফিল

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ইনকিলাবের সাংবাদিক আলম শামসের বাবার স্মরণে দোয়া মাহফিল

দৈনিক ইনকিলাবের মফস্বল সম্পাদক ও চাঁদপুর পৌর এলাকার বাসিন্দা কবি সাংবাদিক আলম শামসের বাবা মরহুম আলহাজ মাওলানা মুহাম্মদ রশিদুল ইসলামের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) জোহরের নামাজের পর পারিবারিক আয়োজনে রহমতপুর আবাসিক এলাকার তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমের আত্মার শান্তি ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মাহফিলে চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রুহুল আমিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মোঃ মামুনুর রশিদ পাঠান, মাওলানা মামুনুর রশীদ বেলাল, ইনকিলাবের মতলব সংবাদদাতা মোঃ লাভলু, হাজীগঞ্জ সংবাদদাতা গাজী মহিউদ্দিনসহ স্থানীয় মাদ্রাসায় পড়ুয়া ইয়াতিম শিশু, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত প্রায় ১৩ বছর পূর্বে রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আলহাজ মাওলানা মুহাম্মদ রশিদুল ইসলাম। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন আদর্শ স্কুল শিক্ষক। ১৯৯৪ সালে রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অবসরগ্রহণ করেন। তিনি ছিলেন ওই স্কুলের সিনিয়র আরবি শিক্ষক। সদালাপী, মিষ্টভাষী ও সহজ-সরল আচরণের জন্যে নিকট স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি প্রিয় শিক্ষক ছিলেন। ধর্মীয় জীবন-আচরণ ও সততায় মুগ্ধ হয়ে তাঁর ভগ্নিপতি আলহাজ মাওলানা এমএ মান্নান (রহঃ) তাঁকে সুফি সাহেব বলে ডাকতেন।

কবি আলম শামসের দাদা আলহাজ মৌলভী আবদুল জাব্বার (রহঃ) চাঁদপুর সরকারি মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিনিয়র আরবি শিক্ষক ছিলেন। শিক্ষানুরাগী ও আলেমে দ্বীন হিসেবে চাঁদপুর শহরে তার সুপরিচিতি রয়েছে। মরহুম রশিদুল ইসলামের চার ছেলে দুই মেয়ের মধ্যে আলম শামস সবার বড়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়