বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০

মতলবের জনপদ পত্রিকার ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥
মতলবের জনপদ পত্রিকার ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুর জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক মতলবের জনপদ পত্রিকার ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ১০ জানুয়ারি বেলা ১১টায় চাঁদপুরস্থ অফিসে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটাঃ শ্যামল চন্দ্র দাস। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের মতলব থানা শাখার আহ্বায়ক ও মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নুরু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবী আতাউর রহমান পাটওয়ারী, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক দলিলুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট আইনজীবী পবিত্র লাল সরকার, বিশিষ্ট আইনজীবী শাহাদাত সরকার শাওন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল পাটওয়ারী, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, দৈনিক প্রিয় চাঁদপুরের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ বাদশা ভূঁইয়া, মতলব দক্ষিণ উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন খান, মতলবের জনপদ পত্রিকার প্রতিনিধি আশিষ সরকার, শ্যামল ভট্টাচার্য, এসএম পলাশ, মোঃ বাবু মিয়া, গোলাম রাব্বি প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন পত্রিকার স্টাফ রিপোর্টার কাম কম্পিউটার অপারেটর মোস্তফা কামাল সুজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মতলবের জনপদ পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। পত্রিকার ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সকলকে অভিনন্দন জানাই। আমরা আশা করবো, পত্রিকার নিজস্ব ধারাবাহিকতায় পত্রিকাটি এগিয়ে যাবে।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক শ্যামল চন্দ্র দাস বলেন, হাঁটি হাঁটি পা পা করে পত্রিকাটি আজ ১৩তম বর্ষ পূর্ণ করে ১৪তম বর্ষে পর্দাপণ করেছে। এ সফলতা পাঠকদের। আজকের এই শুভ দিনে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা জানাই। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমসহ চাঁদপুরের ৫টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে আমি অভিনন্দন জানাই। আগামী দিনের পথচলায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়