বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০

বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পরিবেশনায়

পথনাটক ‘খতিয়ান’র তিন প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥
পথনাটক ‘খতিয়ান’র তিন প্রদর্শনী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি চাঁদপুরের ব্যবস্থাপনায় বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় তিনটি স্থানে মঞ্চস্থ হয়েছে পথনাটক ‘খতিয়ান’। ৪ জানুয়ারি বৃহস্পতিবার চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চি বিদ্যালয়ে প্রাঙ্গণ ও শহরের কালীবাড়ি কোর্ট স্টেশনে খতিয়ান পথনাটকটির তিনটি প্রদর্শনী সম্পন্ন করা হয়েছে। তিনটি প্রদর্শনীতে প্রচুর দর্শকের উপস্থিতি ছিলো।

এইচ আর অনিক রচিত ও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সিনিয়র সদস্য রিপন চন্দের নির্দেশনায় নাটকে অভিনয় করেন রাজা মজুমদার রাজন, নূরে আলম নয়ন, আসমা আক্তার, নাজমুল হোসেন বাপ্পী, সিয়াম খান, ঐশী দাশ, বিশ্বজিৎ দেবনাথ ও শরীফ চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের সভাপতি শুকদেব রায়। সার্বিক সহযোগিতায় ছিলেন মোস্তফা কামাল, রতন খান, চৈতী শীল, লিটন গাজী ও অজিত দত্ত।

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহার সার্বিক নির্দেশনায় পথনাটকের প্রথম শো মঞ্চস্থ হয় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরীন আক্তার। উপস্থিত ছিলেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সিনিয়র সদস্য রতন খানসহ সংগঠনের অন্য কলাকুশলীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়