বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০

মায়া চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন পোল্যান্ড আওয়ামী লীগের তুহিন

মাহবুব আলম লাভলু ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। রোববার ৭ জানুয়ারি বিকেলে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বেসরকারিভাবে মায়া চৌধুরীকে বিজয়ী ঘোষণা করার পর বিভিন্ন মহল থেকে ফুল দিয়ে প্রিয় নেতাকে বরণ করে নেয়। সোমবার বিকেলে ফুলেল শুভেচ্ছা জানান পোল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাসুদুর রহমান তুহিন।

এ সময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, এ বিজয় মতলববাসীর সকলের বিজয়। সকলের সার্বিক সহযোগিতায় বিশাল এ অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে মাসুদুর রহমান তুহিন পোল্যান্ড আওয়ামী লীগকে সুসংগঠিত করে আসছে। শুধু আমার নির্বাচনের দিকে তাকিয়ে দেশে ফিরে এসেছে এবং স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে নৌকাকে বিজয়ী করেছে। এজন্যে ব্যক্তিগত পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি আরো বলেন, এ জয়ে আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। আমার শেষ বয়সে এলাকার জন্যে যতবেশি সম্ভব কাজ করে যাবো। আমার ছেলে প্রয়াত দিপু চৌধুরীর স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আইন বিষয়ক উপ-কমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার, ছেংগারচর পৌর যুবলীগ নেতা নাজমুল খান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলীনূর বেপারী, ছাত্রলীগ নেতা ইয়াসিন খান, রাজিব প্রধান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়