প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
প্রথমবার নৌকা নিয়েই জিতলেন নিখিল
ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বিজয়ী হয়েছেন।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৩ হাজার ৫৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান কেটলি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৯১৪ ভোট।
রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় ও রিটার্নিং অফিসার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।
এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আকতার তুহিন ৯ হাজার ৩৯২ ও জাতীয় পার্টির আলমাস উদ্দিন ৯৮৬ ভোট পেয়েছেন। সূত্র : যুগান্তর।