প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
দশানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
সকালে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আসনটির নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ভোট কেন্দ্র মোহনপুর। অত্যন্ত চমৎকার ভাবে মতলব উত্তর-দক্ষিণের নির্বাচন হচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে ‘আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব’ স্লোগানে বলীয়ান হয়ে ভোটাররা তাদের নিজস্ব মতামত ও পছন্দমতো প্রার্থীকে ভোট দিচ্ছেন। এটি অত্যন্ত আনন্দের বিষয়। এই আসনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। তবে জয়-পরাজয় সম্পূর্ণ নির্ভর করে ভোটারদের উপর। উপরে আল্লাহ, আর নিচে ভোটাররা। তারা যদি আমাকে প্রার্থী হিসেবে পছন্দ করে, তবে অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিয়ে চাঁদপুর-২ আসন থেকে আমাকে নির্বাচিত করবেন। আমার বিশ্বাস, সবার দোয়া নিয়ে আমি জয়যুক্ত হবো ইনশাআল্লাহ।
দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আরো ভোট দিয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সহধর্মিণী পারভীন চৌধুরী রীনা, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদসয় রাশেদুল হোসেন চৌধুরী রনি, প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরীর সহধর্মিণী সুর্বণা চৌধুরী বীনা ও আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি।