বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে জাপা প্রার্থীর নিজ কেন্দ্রসহ ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে জাপা প্রার্থীর নিজ কেন্দ্রসহ ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমনের বাড়ির পাশের কেন্দ্র ও তিনি যে কেন্দ্রের ভোটার এই ২টি কেন্দ্রসহ ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। ৬ জানুয়ারি শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তিনি বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে জাপা প্রার্থীর বাড়ির পাশের কেন্দ্র সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রার্থীর ভোট কেন্দ্র দায়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের মোট ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে তিনি চিহ্নিত করেছেন। এরমধ্যে বালিথুবা পশ্চিম ইউনিয়নে দুটি, বালিথুবা পূর্বে নৌকা প্রতীকের প্রার্থীর কেন্দ্র, সুবিদপুর পূর্ব ইউনিয়নে ২টি, সুবিদপুর পশ্চিমে ৫টি, গুপ্টি পূর্বে ১টা, গুপ্টি পশ্চিমে ৩টি, গোবিন্দপুর উত্তরে ৩টি, গোবিন্দপুর দক্ষিণে ২টি, চরদুঃখিয়া পূর্বে ১টি, চরদুঃখিয়া পশ্চিমে ১টি, ফরিদগঞ্জ দক্ষিণে ২টি, রূপসা উত্তরে ৪টি, রূপসা দক্ষিণে ১টি ও পৌরসভায় ২টি।

এ ব্যাপারে জাতীয় পার্টির প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেন, আমরা উপজেলার ১১৮টি কেন্দ্রের মধ্যে সমীক্ষা করে ৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। প্রশাসনকে এসব কেন্দ্রে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে লিখিত আবেদন করেছি। অন্যথায় আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

এদিকে প্রশাসন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১১৮টি কেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়