বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে নৌকার জন্যে ভোট চাইলেন জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে নৌকার জন্যে ভোট চাইলেন জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের নৌকা প্রতীকে ভোট চাইলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ঢাকার একঝাঁক সাংবাদিক। ৪ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে তারা এই আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল, ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, জাতীয় প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহানাজ আক্তার সোমা, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুন আরাহাত মিনু, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, পিআইবির সহকারী সম্পাদক দুলাল আচার্য্য, যুগান্তরের সিনিয়র রিপোর্টার আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক এএসএম হানিফ, এটিএন বাংলার সাবেক বার্তা প্রধান ভানু রঞ্জন চক্রবর্তী, দৈনিক রূপসী বাংলাদেশের যুগ্ম সম্পাদক সাইদুল হক ভূঁইয়া।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আপনাদের বতর্মান এমপি ও নৌকার মনোনয়ন পাওয়া মুহম্মদ শফিকুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্লাসমেট। তাই তিনি বিজয়ী হলে এই আসনের উন্নয়ন প্রধানমন্ত্রী নিজের হাতে করবেন। গত ৫ বছরে যা আপনারা প্রত্যক্ষ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়