প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভার কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনৈক মোঃ রাশেদ হোসেন তার ফেসবুকে পৌরসভার যেসব তথ্য উল্লেখ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি বলেন, বস্তুত গত ১৩/০৬/২০২৩ খিঃ তারিখে নিয়োগ/পদোন্নতি সংক্রান্ত বাছাই কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক গত ২৪/০৬/২০২৩ খ্রিঃ তারিখে কমিটির সকল সদস্য ভোর সাড়ে ৬টায় ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষের রুমে অবস্থান করে প্রশ্নপত্র প্রণয়ন করেন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ২৩ জুন রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নোটিস প্রদান করার কারণে প্রশ্নপত্র কম্পোজ ও ফটোকপি করিতে বিলম্ব হয়। সহকারী কমিশনার (ভূমি) বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে সকাল প্রায় সাড়ে ১০টায় বিদ্যুৎ সরবরাহ চালু করার ব্যবস্থা নেন। দ্রুততার সাথে প্রশ্নপত্র প্রিন্ট করে লিখিত পরীক্ষা সকাল ১১টা ২৩ মিনিটে শুরু করা হয় এবং যথাসময়ে শেষ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়। সকল পরীক্ষা গ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। পুরো নিয়োগ প্রক্রিয়াটি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ফরিদগঞ্জ তদারকি করেন। ফরিদগঞ্জ পৌরসভার কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়। এই ধরনের অপপ্রচারের বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ রইল। (স্মারক নং- ফঃ পৌঃ/প্রশাঃ/২০২৩/২৬৮, তারিখ : ২৬/০৬/২০২৩ খ্রিঃ)