শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ মার্চ ২০২২, ০০:০০

মতলব উত্তরে বিভিন্ন ফলের বাগান পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা
বাবুল মুফতি ॥

মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের একেএম নাছির উদ্দীন সরকারের বিভিন্ন ফলের বাগান পরিদর্শন করেছেন জেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে একটি দল। গত ১৫ মার্চ মঙ্গলবার সকালে পরিদর্শনে আসেন চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জালাল উদ্দিন, মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল হক, এসও নাছির উদ্দীন ও সাইফুল ইসলাম।

এ সময় তারা ড্রাগন, মালটা, আম, পেয়ারা, খেজুর, নারিকেল, রামবুদামসহ প্রায় ৩০/৩৫ প্রজাতির বাগান পরিদর্শন করেন। জেলা ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা দল মিশ্র ফল বাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তারা এ সময় স্থানীয়দের ফলদ বাগান তৈরির জন্য উদ্বুদ্ধ করেন।

উপস্থিত ছিলেন সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার, অর্থবিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন দেওয়ান, সমাজকথা বিষয়ক সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়